পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের (WBBSE) 2020 মাধ্যমিক পরীক্ষার রুটিন অনেক আগে থেকেই প্রকাশিত হয়েছে। যে সমস্ত ছাত্রছাত্রী এখন দশম শ্রেণীতে পড়ছে তাদের জন্য মাধ্যমিক 2020 প্রথম বড় বোর্ড পরীক্ষা। তাই প্রতিটি ছাত্রছাত্রীর মধ্যে এখন একটা টেনশন কাজ করছে। তারা প্রত্যেকেই চাই তাদের এই প্রথমবার পরীক্ষায় ভালো ফল করতে। তাই তারা এই মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতির জোরকদমে শুরু করেছে।
এই বছর অর্থাৎ মাধ্যমিক 2020 পরীক্ষা শুরু হবে 18 ই ফেব্রুয়ারি থেকে এবং চলবে 27 ফেব্রুয়ারি 2020 সাল পর্যন্ত। এই পরীক্ষার সম্পুর্ন বিস্তারিত রুটিন নিচে দেওয়া আছে সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা বোর্ড মাধ্যমিক 2020 পরীক্ষা সম্পূর্ণ করবে।
মাধ্যমিক পরীক্ষায় পরীক্ষার্থীদের মোট সাতটি বিষয়ে পরীক্ষা দিতে হবে এবং যদি কোন পরীক্ষার্থীর ঐচ্ছিক বিষয় থাকে তাহলে তাকে আটটি বিষয়ের পরীক্ষা দিতে হবে।
মাধ্যমিক 2020 পরীক্ষায় প্রতিটি বিষয়ের পূর্ণমান থাকবে 100 এবং এর মধ্যে 90 নাম্বার থাকবে লিখিত পরীক্ষায় এবং 10 নাম্বার থাকবে মৌখিক পরীক্ষায়। সাধারণত মাধ্যমিক পরীক্ষায় পাশ নাম্বার হয় 30 শতাংশ।
পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় মাধ্যমিক 2020 পরীক্ষার পরীক্ষা কেন্দ্র স্থির করেছে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ। পরীক্ষা শুরু হবে দুপুর 12 টা থেকে এবং চলবে দুপুর 3 পর্যন্ত। পরীক্ষার্থীদের সকাল 11:30 সময় পরীক্ষা হলে প্রবেশ করতে হবে এবং তারপর তারা 11:45 সময়ে প্রশ্নপত্র এবং উত্তর লেখার খাতা পেয়ে যাবে। এই অতিরিক্ত 15 মিনিট সময় প্রশ্নপত্রটি ভালো করে খুঁটিয়ে পড়ার জন্য এই সময়ে কোন উত্তর লেখা যাবে না।
পশ্চিমবঙ্গ মাধ্যমিক 2020 পরীক্ষার রুটিন
তারিখ | বার | বিষয় |
18-02-2020 | মঙ্গলবার | প্রথম ভাষা (বাংলা, ইংরেজি, গুজরাটি, উড়িয়া, গুরুমুখী, তামিল, তেলেগু এবং সাঁওতালি) |
19-02-2020 | বুধবার | দ্বিতীয় ভাষা (ইংরেজি, বাংলা, নেপালি) |
20-02-2020 | বৃহস্পতিবার | ভূগোল |
22-02-2020 | শনিবার | ইতিহাস |
24-02-2020 | সোমবার | গণিত |
25-02-2020 | মঙ্গলবার | ভৌতবিজ্ঞান |
26-02-2020 | বুধবার | জীবন বিজ্ঞান |
27-02-2020 | বৃহস্পতিবার | অন্যান্য ঐচ্ছিক বিষয় |
মাধ্যমিক পরীক্ষার রুটিন টি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের অফিশিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে।
মাধ্যমিক 2020 পরীক্ষার অ্যাডমিট কার্ড এবং রেজিস্ট্রেশন কার্ড
মাধ্যমিক পরীক্ষা 2020 এ বসার জন্য পরীক্ষার্থীদের অবশ্যই বৈধ অ্যাডমিট কার্ড এবং রেজিস্ট্রেশন কার্ড থাকা বাধ্যতামূলক। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ (WBBSE) এই এডমিট কার্ড এবং রেজিস্ট্রেশন কার্ড ইস্যু করে যোগ্য পরীক্ষার্থীদের জন্য। প্রত্যেক পরীক্ষার্থীর এডমিট কার্ডে একটি নির্দিষ্ট রোল নাম্বার থাকে।
মাধ্যমিক পরীক্ষার এডমিট কার্ড পরীক্ষার্থীর নাম ও ছবি, রোল নাম্বার, তার অভিভাবকের নাম, জন্মতারিখ, পরীক্ষা কেন্দ্র এবং কোন কোন বিষয়ে পরীক্ষা দেবে সেগুলি উল্লেখ থাকে।
পরীক্ষা শুরু দশ দিন আগে এই এডমিট কার্ড এবং রেজিস্ট্রেশন কার্ড নিজে নিজে বিদ্যালয় থেকে পরীক্ষার্থীদের দেওয়া হয়। কোন পরীক্ষার্থী এডমিট কার্ড রেশন কার্ডে যদি কোন ভুল তথ্য দেয়া থাকে তাহলে সাথে সাথে সেটি স্কুল কর্তৃপক্ষের নজরে নিয়ে আসতে হবে তা সংশোধনের জন্য।
এই ছিল মাধ্যমিক 2020 পরীক্ষা সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ তথ্য। WebExam ওয়েবসাইট এর তরফ থেকে তোমাদের সবাইকে মাধ্যমিক পরীক্ষা শুভেচ্ছা আশা করি তোমরা সবাই খুব ভালো করে পরীক্ষা দেবে এবং জীবনে ভালো জায়গায় প্রতিষ্ঠিত হবে।