ভাত গল্প থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রশ্নসমূহ । HS Bengali Suggestion

২০২০ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য “উচ্চমাধ্যমিক সাহিত্য সংকলন-সাহিত্যচর্চা” পাঠ্যবইটির একটি গুরুত্বপূর্ণ গল্প হলো “ভাত“। বিগত বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষায় এই পাঠ্য থেকে বিশেষ কোনো প্রশ্ন আসেনি, তাই ২০২০ সালের পরীক্ষার্থীদের জন্য এটি গুরুত্বপূর্ণ। ২০২০ শিক্ষাবর্ষে উচ্চমাধ্যমিক বাংলা পরীক্ষা হবে ১২ই মার্চে। তোমরা তোমাদের উচ্চমাধ্যমিক পরীক্ষা-২০২০র রুটিনটি এখানে দেখে নিতে পারো।

এখানে ছাত্রছাত্রীদের সুবিধার জন্য নিম্নে “ভাত” ছোটগল্প থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নসমূহ সাজেশন আকারে দেওয়া হলো।

ভাত

মহাশ্বেতা দেবী

বহুবিকল্পধর্মী, অতিসংক্ষিপ্ত, ও সংক্ষিপ্তধর্মী প্রশ্ন: (প্রতিটি প্রশ্নের পূর্ণমান ১)

এই রকমের প্রশ্নগুলি sure common পাবার জন্য তোমরা তোমাদের, পাঠ্যবই, সয়াহিকা বই এবং অন্নান্য test papers গুলো ভালো করে প্রাকটিস করো।

বিশ্লেষণধর্মী বা রচনাধর্মী প্রশ্ন: (প্রতিটি প্রশ্নের পূর্ণমান ৫)

  1. মহাশ্বেতা দেবীর “ভাত” ছোটোগল্পটির সার্থকতা বিচার করো/ছোটগল্প হিসেবে মহাশ্বেতা দেবীর “ভাত” গল্পটির নামকরণের সার্থকতা আলোচনা করো। (৫)
  2. মহাশ্বেতা দেবী রচিত “ভাত” গল্প অবলম্বনে ঝড়জল-বন্যা রাতটির বর্ণনা দাও। (৫)
  3. “যা আর নেয়,যা ঝড়-জল-মামলার গর্ভে গেছে তাই খুঁজে খুঁজে উচ্ছব পাগল হয়েছিল।”-দুর্যোগটির বর্ণনা দাও। দুর্যোগটি উচ্ছবকে কিভাবে প্রভাবিত করেছিল তা লেখো। (৩+২) [HS-16]
  4. “এ সংসারে সব কিছুই চলে বড়ো পিসিমার নিয়মে।”-বড়ো পিসিমা কে? গল্প অবলম্বনে বড়ো পিসিমার চরিত্র বিশ্লেষণ করো। (১+৪) [HS-18]
  5. “বাদার ভাত খেলে তবে তো সে আসল বাদাটার খোঁজ পেয়ে যাবে একদিন।”-“বাদা” কাকে বলে? গল্প অনুসরণে উদ্ধিতিটি বিশ্লেষণ করো।(১+৪) [HS-16]
  6. মহাশ্বেতা দেবীর “ভাত” ছোটোগল্প-এ হোমযজ্ঞের প্রস্তুতির বর্ণনা দাও।(৫)
  7. “দাঁতগুলো বের করে সে বাদার কামটের মতোই হিংস্র ভঙ্গি করে।”- কে, কার প্রতি এরূপ আচরণ করেছিল? গল্প অনুসরণে উদ্ধিতিটি বিশ্লেষণ করো। (২+৩) [ABTA Sample Question]
  8. “ফুটন্ত ভাতের গন্ধ তাকে বড়ো উতলা করে।”-এখানে “তাকে” বলতে কার কথা বলা হয়েছে? ফুটন্ত ভাতের গন্ধ তাকে উতলা করেছিল কেন? তার শেষ পরিণতি গল্প অবলম্বনে আলোচনা করো।(১+১+৩) [ABTA Sample Question]
  9. মহাশ্বেতা দেবী রচিত “ভাত” গল্প অবলম্বনে বুড়ো কর্তার মৃত্যুর পরবর্তী ঘটনাসমূহ আলোচনা করো। (৫)
  10. মহাশ্বেতা দেবী রচিত “ভাত” গল্প অবলম্বনে উচ্ছব নাইয়ার পরিচয় দাও। তার শেষ পরিণতি আলোচনা কারো। (৫)

আমাদের এই সাজেশনটি ছাত্রছাত্রীদের বিন্দুমাত্রও উপকারে এলে আমরা আমাদের শ্রম সার্থক বলে মনে করবো। পাশাপাশি তোমাদের যে কোনোও কিছু জানার থাকলে নিচে কমেন্ট করো।

সর্বোপরি, WebExam এর পক্ষ থেকে সকল মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, CBSE এবং ICSE পরীক্ষার্থীদের জন্য রইলো আমাদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সবাই সুস্থ থেকো এবং ভালো করে পরীক্ষা দিয়ো। এবং নিজেদের উজ্জ্বল ভবিষৎ তৈরী করো।

Share on:

I am an educational blogger with a couple of websites. By profession, I am a school teacher and loves to create & shares study-related content on the internet. I always try to serve you the best and correct information.

Leave a Comment