রূপশ্রী প্রকল্পের আবেদন পদ্ধতি। পশ্চিমবঙ্গ রূপশ্রী প্রকল্পের আবেদন ফরম ডাউনলোড। কিভাবে রূপশ্রী প্রকল্পের জন্য আবেদন করা যাবে? রূপশ্রী প্রকল্পের জন্য প্রয়োজনীয় যোগ্যতা। পশ্চিমবঙ্গ সরকারের রূপশ্রী প্রকল্প অনলাইন আবেদন পদ্ধতি।
কয়েক বছর আগে থেকেই পশ্চিমবঙ্গ সরকার কন্যাশ্রী, যুবশ্রী এবং সবুজ সাথী নামে বেশ কয়েকটি প্রকল্প চালু করেছে। এবার সেই তালিকায় যুক্ত হলো নতুন এক প্রকল্প যার নাম রূপশ্রী প্রকল্প। যে সমস্ত কন্যার বয়স 18 বছরের বেশি তারা এই রূপশ্রী প্রকল্পের জন্য আবেদন করতে পারে এবং এই প্রকল্পের আওতায় তারা তাদের বিবাহের সময় এককালীন 25000 টাকা অনুদান পাবে সরকার থেকে।
পশ্চিমবঙ্গের বর্তমান অর্থমন্ত্রী অমিত মিশ্র রাজ্য বাজেট পেশ করার সময় পার্লামেন্টে এই রূপশ্রী প্রকল্পের উদ্বোধন করেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘স্বপ্নের প্রকল্প’ হল এই রূপশ্রী।
এই রূপশ্রী প্রকল্পের মূল উদ্দেশ্য হলো কন্যাশিশুদের বাল্যবিবাহ বন্ধ করা। যে সমস্ত কন্যার পারিবারিক বাৎসরিক আয় দেড় লক্ষ টাকার কম, তারা তাদের বিবাহের সময় এই রূপশ্রী প্রকল্পের জন্য আবেদন করতে পারবে। নিচে এই রূপশ্রী প্রকল্পের সমস্ত প্রয়োজনীয় তথ্য ও আবেদন ফর্ম দেওয়া হলো।
Contents
রূপশ্রী প্রকল্পের জন্য প্রয়োজনীয় যোগ্যতা
রূপশ্রী প্রকল্পের আবেদনের জন্য প্রার্থীকে অবশ্যই নিচের যোগ্যতা গুলি মেনে চলতে হবে –
১. আবেদনকারীর বয়স অবশ্যই 18 বছরের বেশি হতে হবে তার বিবাহের সময় তবেই সে রূপশ্রী প্রকল্পের জন্য আবেদন করতে পারবে।
২. আবেদনকারীর পারিবারিক বাৎসরিক আয় বছরে দেড় লক্ষ টাকার বেশি চলবে না।
৩. আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের একজন স্থায়ী বাসিন্দা হতে হবে।
৪. রূপশ্রী প্রকল্পে আবেদনের জন্য কোনরূপ শিক্ষাগত যোগ্যতা বিচার করা হয় না। সুতরাং যে কোন মহিলা প্রার্থী যারা উপরের যোগ্যতা গুলি পালন করবে, তারাই প্রকল্পের জন্য আবেদন করতে পারবে।
রূপশ্রী প্রকল্পের আবেদন পদ্ধতি
যে সমস্ত মহিলা প্রার্থী রূপশ্রী প্রকল্পের জন্য আবেদন করতে ইচ্ছুক তারা এই প্রকল্পের আবেদন ফরম তাদের SDO, BDO অথবা Municipality অফিস থেকে সংগ্রহ করতে পারবে এছাড়াও রূপশ্রী প্রকল্পের ফর্মটি আমাদের ওয়েবসাইট থেকেও ডাউনলোড করে নিতে পারবে।। কমপক্ষে বিবাহের ২০ দিন পূর্বে এই রূপশ্রী প্রকল্পের জন্য আবেদন করতে হবে।
রূপসী প্রকল্পের আবেদনপত্রটি সঠিকভাবে পূরণ করার পর এর সাথে প্রয়োজনীয় কাগজপত্র যুক্ত করে নিজের BDO, SDO অথবা Municipality অফিসে জমা দিতে হবে। আবেদনপত্র জমা দিয়ে বেশ কিছুদিন পরে সরকারি দপ্তর থেকে আবেদনকারীর বাড়িতে ভেরিফিকেশনের জন্য অফিসারের আসতে পারেন।
সমস্ত কাগজপত্র ও আবেদন সঠিক থাকলে এবং ভেরিফিকেশনের পর আবেদনকারীর ব্যাংক একাউন্টে এককালীন 25000 টাকা পাঠিয়ে দেওয়া হবে। যা সাধারণত বিবাহের পাঁচ থেকে সাত দিন পূর্বে পাঠানো হয়।
আবেদনপত্র, এইখানে ক্লিক করে রূপশ্রী প্রকল্পের আবেদন ফর্ম টি ডাউনলোড করে নিন।
রূপশ্রী প্রকল্পের জন্য প্রয়োজনীয় কাগজপত্র
রূপশ্রী প্রকল্পের আবেদন পদ্ধতি Offline এবং নিম্নলিখিত ডকুমেন্ট গুলি আবেদনের সময় প্রয়োজন –
১. আবেদনকারীর বয়সের প্রমাণপত্র (মাধ্যমিকের অ্যাডমিট কার্ড / জন্ম প্রমাণপত্র)।
২. পাত্রের সম্পূর্ণ তথ্য (নাম, ঠিকানা, সচিত্র পরিচয় পত্র)।
৩. প্রস্তাবিত বিবাহের প্রমাণপত্র হিসেবে বিবাহের নিমন্ত্রণ কার্ড অথবা বিবাহের রেজিস্ট্রেশন নোটিশ অথবা আবেদনকারীর স্বঘোষণা দিতে হবে।
৪. পাত্রের বয়সের প্রমাণপত্র (জন্ম শংসাপত্র / ভোটার / আধার / প্যান কার্ড)।
৫. আবেদনকারী পাত্রীর ব্যাঙ্কের অ্যাকাউন্টের সম্পূর্ণ তথ্য (ব্যাংকের পাসবইয়ের প্রথম পাতার জেরক্স)।
রূপশ্রী প্রকল্পের প্রার্থী বাছাই পদ্ধতি
রূপশ্রী প্রকল্পের আবেদনপত্র সঠিকভাবে পূরণ করে এবং তার সাথে প্রয়োজনীয় কাগজপত্র যুক্ত করে SDO, BDO বা Municipality অফিসে জমা দেয়ার পর, সেখানকার দায়িত্বপ্রাপ্ত কর্মীরা সেই সমস্ত তথ্য ভেরিফাই করবেন এবং প্রয়োজনে আবেদনকারীর বাড়িতে পর্যন্ত আসতে পারেন ভেরিফিকেশনের জন্য।
সফল ভেরিফিকেশন এর পরে আবেদনকারীর ব্যাংক একাউন্টে এককালীন 25000 টাকা পাঠিয়ে দেয়া হবে। এই টাকা তার বিবাহের পাঁচ থেকে সাত দিন পূর্বে দেয়া হবে।
রূপশ্রী প্রকল্পের প্রধান লক্ষ্য
১. রূপশ্রী প্রকল্পের আওতায় কন্যারা তাদের বিবাহের সময় এককালীন 25000 টাকা পাবে।
২. এর ফলে বাল্যবিবাহের পরিমাণ অনেকটাই কমতে পারে।
৩. রূপশ্রী প্রকল্পের ফলে আর্থিকভাবে দুর্বল পরিবারগুলির অনেকটাই উপকার হবে।
৪. নারী শিক্ষার হার বৃদ্ধি পাবে।
পশ্চিমবঙ্গ সরকার রুপশ্রী প্রকল্পের জন্য দেড় হাজার কোটি টাকা ব্যয় করবে। এই প্রকল্পের ফলে সাধারণ মানুষের অনেকটাই উপকার হবে।
এই ছিল রুপশ্রী প্রকল্প সম্পর্কিত সমস্ত তথ্য। অতিরিক্ত তথ্যের জন্য তোমরা তোমাদের SDO, BDO ও Municipality অফিসে যোগাযোগ করতে পারো অথবা নিচের কমেন্ট বক্সে গিয়ে জিজ্ঞাসা করতে পারো, আমরা তোমাদের যথার্থ সাহায্য করার চেষ্টা করবো।
স্যার আমি বলছি আমার ফরম ফিলাপ করার চার মাস হয়ে যাচ্ছে তবুও কোন রেসপন্স পাচ্ছি না না মোবাইলে এসএমএস এসেছে না আর কিছু তাই বললাম
নাম ,মনিজপারভীন
বাবার নাম, জাহার উদ্দিন মিয়া
ফর্মে যে ডেট দেওয়া আছে ওই ডেটের বিয়ে আমার হয়ে গেছে কিন্তু টাকা পেলাম না
যেই অফিসে তুমি তোমার রূপশ্রী ফর্ম জমা দিয়েছিলে, সেইখানে একবার যোগাযোগ করো। ওনার তোমার Application status বলতে পারবেন।
Sir register marriage social marriage er age korle rupushree prokolper jonno ki register marriage er age application form ta fill up kore joma dite hobe? Jodi age register marriage er age rupushree form fill up korte hoi tahole Okhane marriage ki docoment dite hobe?
Amar nam Sima Shaw ami Dec 2019 form joma korechi ruposhree prokalpo theke kichu taka paowar jonno but akhuno ami kono taka paini please jodi kichu khobor thake tahole amake mail korben
Hello Sima, it’s more than one year you submitted your Rupashree application form. Contact once to the office, where you submitted your application form.
Amar february 8 tarikha 2021 a biya hoyacha.. Ami Ruposhree form joma kori 28/12/2020 ta. But akhono amar taka asaeni….. Ar koto din ophaka korbo…. 1 month to hoya gacha amar biyer r
Hello Kabita, contact the office, where you submitted your Rupasshree Application form to check the status.
Sir I have submitted the application form on 14th of February..n I am from Darjeeling..but I have not received the amout yet please help me sir
Sir, amar would be wife apply koreche rupasree r jonno kintu municipality office theke bola hoche je konnasree prokolper taka peye thakle rupasree paoa jai na.. eta ki thik kichu somadhan bolun… 1 month theke ghuriye jache rupasree r jonno
Sir,
Amar 28.02.2021 a biye.amr wife (hobu) ki apply Korte parbe .
Hello Sahin, contact the Gram Panchayet/Municipality office of the bride.
Sir, ami 06/11/2020 date e from diyechi. But akhono kono khobor aseni . Amar December 28th 2020 e biye ache. Christian marriage. Sir ki vabe khobor pabo jodi ektu bolten valo hoto.
Hello Monica, at first Congrats you for your marriage.
Please contact once to the office, where you submitted the application form. They will help you to get the application status of your Rupashree scheme.
স্যের আমাদের বিবাহ ( ৩বছর) হযেছে আমরা কিন্তুু রুপোস্রী টাকা পাইনি তাহলে এখন ফ্রম ফিলাপ করলে টাকা পাওয়া য়াবে কি
না, আপনি এখন রূপশ্রী প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন না। বিবাহের পূর্বে রূপশ্রী প্রকল্পের আবেদন ফর্ম নির্দিষ্ট অফিসে জমা দিতে হয়। সমস্ত তথ্য খতিয়ে দেখার পর এই প্রকল্পের টাকা প্রদান করা হয়ে থাকে।
Sir amr boner biye hoye6ilo 17.06.2020 . Ter ki6udin por massage o ase6e rupashree I’d has been passed ter 2 mass por office Contacts o kore6ilam .bole 6ilo ki6u diner modhe payment success hoye jabe kintu aj 03.11.2020 pojanto opekha Koreo taka panini.please help me sir…
Currently there is no option available to check Rupashree Prakalpa Online Application status. So you have to visit to the office with the Rupashree ID number. Only they can help you regarding this.
Sir Amar wife Ruposhree taka Pai ni Kno seta ki bhabe check korbo?
Hello Washim, if your wife received the Rupashree ID number, then she can check Rupashree Prakalpa application status online. Follow the above mentioned process.
Sir amar didi rupashree prakalpa apply korechelo r message o esachelo id number has been passed ypur payment but akono aseni payment. To ki korte hobe plz bolun
Hello Pinaki, Rupashree Scheme amount will be credited to the bank account within few weeks. Although for more details contact to the office, where the form submitted.
Dir sir aemar taka aschi ni r .p.s. sms acsha kinto taka ashini
Wait few more days, your Rupashree Scheme amount will be credited to your bank account.
Sir,
Ami rupashree r jonno appy korechilam.. r amar phone number e message o esechilo amar id number diye je “rupashree id has been passed for payment” kintu ekhono taka dhoke ni.. ami office e giye contact o korechilam but amake boleche okhan theke pass kore diyeche.. ekhon state theke kobe pathabe onara bolte Parche na..
Ekhon ki korbo ??? please sir bolun..
Hello Sharmila, wait few more weeks. After then you will get your Rupashree scheme money.
Sir ami form joma kore6ilam February 2020 te… Emnki amar I’d no lekha ekta massage o ese6ilo march er 16 tarikh e… Biye hoye6ilo march 13.. But amar ekhono kono taka dhoke ni account e… Ki korbo ektu bolun sir pls
Hello Papiya, contact once at your BDO office or where you submitted the rupashree application form.
Amar mar cancer r jonne amar vison ahort time a biye thik hte chilo…matro 4din..ami apply korechilm bt amar ta cancle hye gexe plz help
From ta kothay joma dite Hobe??r online e ki fill up korbo??
How can i track my application
You cannot track your Rupashree Application Form.
I can not track my Rupashree Application form
Hello NAJMUNNAHAR, you cannot track your Rupashree Application Online. Contact with the office, where you submitted the application form. They will help you regarding this issue.
AMAR 13 YEARS A EKBAR BIYE HOACHILO.BUT TAR KONO WITNESS BA DOCUMENTS NEI.SEI BIYETA FAMILY THEKEO MANE NA.SO AMAKE BIYETA BHENGE DITE HOY 1 MONTH ER MODDHE.EKHON AMR 25 YEARS NATUN KORE SANGSAR SURU KORTE CHOLECHI.AMI KI RUPASREE APPLY KORLE KONO LAV HOBE.PLEASE HELP KORBEN?
03/05/2019 from jama Kiya abhi taak paisa Nahi mile
আমি বীণাপাণি মাহাত রূপশ্রী প্রকল্পের জন্য আবেদন করেছিলাম। আমার বিবাহের তারিখ (24/07/2019)। এখনও ঐ টাকা আমার অ্যাকাউন্টে আসেনি। যাহাতে ঐ টাকা আমি পাই তাহার ব্যবস্থা করিয়া দিন।
Hello Binapani, contact to your Panchayet or BDO office with the application receipt.
Unmarried certificate এই ক্ষেত্রে কোন কতৃপক্ষ প্রদান করবেন, এবং আবেদন এর বয়ান কিরকম হবে?
Hello Pintu, no authority will provide the Unmarried certificate. At the Declarations section of the Rupashree Application form, candidates have to sign and everything is okay with that no more certificate will require.
Amar anek din holo 6manth kechu alo na amar
Sir ami Meherun nesha ami Dec 23tarike from jma diyechhi amar akhono taka paini
Hello Meherun, contact once to the office, where you submitted your Rupashre Application form. They can help you regarding this.