West Bengal Primary TET Child Pedagogy & Development Online Mock Test | Important Questions

West Bengal Primary TET Child Pedagogy & Development Online Mock Test | Important Questions. On this page, we provided 20 MCQ questions for West Bengal Primary TET Child Pedagogy & Development subject. Practice these questions for better preparation. On the West Bengal Primary TET 2022 Question Paper, there will be total 20 questions from Child Development & Pedagogy topic. Each question will carry 1 mark and there will be no negative marking.

The syllabus of Child Development & Pedagogy subject for the West Bengal Primary TET 2022 Examination is given below. 

Educational Psychology, Child Development, Language & Speech Development, Influence of Hereditary and Environment, Socialization Process, Piaget’s & Kohlberg’s Principles, Progressive Education, Intelligence, Children with Special Needs, Strategies of Children’s learning, How children think & Learn, Cognition & Emotions, Motivation & Learning.

[ এখানে মোট 20 টি MCQ প্রশ্ন আছে। প্রশ্ন সংখ্যা 1 থেকে 20 পর্যন্ত প্রতিটি প্রশ্নের মান 1 এবং প্রতিটি প্রশ্নে কেবলমাত্র একটি উত্তর সঠিক। ]

1. সার্বিক শিক্ষা সুযোগের নিহত অর্থ হল-

A) প্রতিটি শিশুর জন্য স্বনির্ভর শিক্ষার ব্যবস্থাপনা

B) প্রতিটি শিশুর জন্য সর্বভারতের সমমানের শিক্ষা পদ্ধতি সঞ্চালন

 C) সকলের জন্য সকল রকমের শিক্ষা নির্ধারণ

D) সবগুলিই ঠিক

2. মনোবিজ্ঞানকে কোন জাতীয় বিজ্ঞানের অন্তর্ভুক্ত করা হয়?

A) আচরণের বিজ্ঞান

 B) সমাজবিজ্ঞান

 C) মনের বিজ্ঞান

 D) সাইকো বিজ্ঞান

3. ছাত্র-ছাত্রীর ক্ষেত্রে বানান ভুল লেখা কোন জাতীয় আচরণের অন্তর্গত?

A) স্বাভাবিক

B)  আরোপিত

C) অভ‍্যাসগত

D) বিরক্ত

4. সহ শিক্ষামূলক বিদ্যা শিক্ষার ক্ষেত্রে একজন শিক্ষককে প্রধান যে সমস্যাটির সম্মুখিন হতে হয়-

A) পক্ষোভিক জনিত সমস্যা

B) যৌন জনিত সমস্যা

C) পারস্পরিক মনস্তাত্ত্বিক সমস্যা

D) এর কোনোটিই নয়

5. শিখনে সহায়তা  ছাড়াও শিক্ষক শিক্ষার্থীদের দলগত কার্য বলিতে উৎসাহিত করবেন কারণ এই ব্যবস্থা সাহায্য করে-

A) মূল্যবোধ বিকাশে

B) বৌদ্ধিক বিকাশে

C) প্রাক্ষোভিক বিকাশে

D) সামাজিকীকরণে

6. একটি শিশুর মধ্যে সহজাত শক্তি গুলির মধ্যে প্রথমটি হলো-

A) বুদ্ধি

B) বিশ্লেষণ

C) শিখন

D) সংশ্লেষণ

7. মনোবিজ্ঞানের ধারণার ক্রমবিকাশ হল-

A) আত্মার বিজ্ঞান- চেতনার বিজ্ঞান -মনের বিজ্ঞান-আচরণের বিজ্ঞান

B) মনের বিজ্ঞান- আত্মার বিজ্ঞান -চেতনার বিজ্ঞান -আচরণের বিজ্ঞান

C) চেতনার বিজ্ঞান- মনের বিজ্ঞান- আত্মারবিজ্ঞান -আচরণের বিজ্ঞান

D) আত্মার বিজ্ঞান- মনের বিজ্ঞান- চেতনার বিজ্ঞান- আচরণের বিজ্ঞান

8. তুলনামূলকভাবে পিছিয়ে পড়া একজন শিশুকে কিভাবে পড়াশোনার প্রতি মনোযোগী করে তোলা যায়-

A) মুখস্থবিদ্যার দ্বারা

B) পুনঃ পুনঃ পঠন এবং অভ্যাসের দ্বারা

C) একাগ্রতা দ্বারা

D) TLM ব্যবহারের দ্বারা

9. একজন শিক্ষার্থীর কোন ক্লাস থেকে কিছু শিখছেএবং ভালোভাবে গ্রহণ করছে একে বলে

A) আত্তীকরণ ও সহযোজন

B) শিখন

C) আত্তীকরণ

D) অভিযোজন

10. মনের কোন অংশটি সর্ববৃহৎ?

A) প্রাক চেতন মন

B) সচেতন মন

C) অবচেতন মন

D) কোনোটিই নয়

11.স্মৃতি কোন তিনটি মানসিক প্রক্রিয়ার সমষ্টি?

A) শিখন সংরক্ষণ ও সরণ

B) সংবহন সংরক্ষণ ও শিখন

C) শিখন স্মরণ ও রোমন্থন

D) সংগ্রহ সংরক্ষণ ও সংবেদন

12. মনোস্তাত্ত্বিকদের মধ্যে কাকে চূড়ান্ত আচরণ বাদী বলা হয়?

A) উডয়াথ

B) ওয়াটসন

C) পিয়াজে

D) কোনোটিই নয়

13. পরিনমন বলতে বোঝায় –

A) গুণগত বিকাশ

B) পক্ষোভিক বিকাশ

C) শারীরিক বিকাশ

D)সবগুলিই ঠিক

14. প্রাপ্তবয়স্ক অপেক্ষা শিশুরা যে বিষয়ে এগিয়ে থাকে তা হল

A) অনুকরণ প্রবণতা

B) কল্পনাশক্তি

C) অনুকরণ প্রবণতা এবং কল্পনাশক্তি

D) চিন্তাশক্তি

15. বৃদ্ধি দ্রুত হয়-

A) কৈশোরে

B) জন্মপূর্ব অবস্থায়

C) শৈশবে

D) জন্মপূর্ব অবস্থায়

16. শিক্ষাবিজ্ঞানের পদ্ধতি হিসেবে কোনটি সর্বাপেক্ষা বিজ্ঞানসম্মত পদ্ধতি?

A) বিশ্লেষণ পদ্ধতি

B) পরীক্ষামূলক পদ্ধতি

C) সংশ্লেষণ পদ্ধতি

D) সারভে পদ্ধতি

17. শিশুর সামাজিকীকরণ এর ভিত্তি হলো-

A) গৃহ এবং বিদ‍্যালয়

B) বিদ‍্যালয়

C) ক্লাব

D) গৃহ

18. শিক্ষা মনোবিজ্ঞান হল-

A) একমুখী প্রক্রিয়া

B) বহুমুখী প্রক্রিয়া

C) দ্বিমুখী পক্রিয়া

D) কোনোটিই নয়

19. রুমা  পাঠ দ্রুত শিখতে পারে কিন্তু সোমার শিখতে দেরী হয় বিকাশের যে নীতি এখানে সক্রিয় সেটি হল-

A) নিরবচ্ছিন্নতা

B) ব্যক্তিগত পার্থক্য

C) সাধারণ থেকে নির্দিষ্ট

D) পারস্পরিক সম্পর্ক

20. আধুনিক অর্থে মনোবিজ্ঞান হল-

A) আচরণের বিজ্ঞান

B) মনের বিজ্ঞান

C) আত্মার বিজ্ঞান

D)চেতনার বিজ্ঞান

We hope you are doing well in this practice set question paper of West Bengal Primary TET 2022 Child Development & Pedagogy Questions. You can Click Here to get more MCQ Practice Suggestive Questions for WB Primary TET Exam.

These questions for West Bengal Primary TET are only for Practice Purposes. These are not suggestions. The more you practice more you learn and are more efficient on your target. So keep practising.

WebExam Admin

I am an educational blogger with a couple of websites. By profession, I am a school teacher and loves to create & shares study-related content on the internet. I always try to serve you the best and correct information.

Leave a Reply