পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন (West Bengal Public Service Commission) খাদ্য দপ্তরে সাব ইন্সপেক্টর পদের জন্য ২০১৮ সালের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই পোস্টে আমরা আলোচনা করব WBPSC Food & Supply Sub Inspector Syllabus 2018 নিয়ে। এই WBPSC Food SI Exam 2018 এর পরীক্ষার ধরন এবং প্রশ্নপত্রের ধরন কেমন হবে তা নিয়ে বিস্তারিত এই পোস্টে আলোচনা করা হলো।
পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের ফুড ইন্সপেক্টর পরীক্ষা 2018-এর সম্পূর্ণ সিলেবাস এবং নাম্বার বিভাজন। WBPSC Food Supply SI Exam Syllabus 2018 ডাউনলোড এবং সিলেবাস অনুযায়ী প্রশ্নের ধরন। এই চাকরির পরীক্ষার বিজ্ঞপ্তি নাম্বার হলো 26/2018.
Contents
WBPSC Food & Supplies Sub Inspector Syllabus 2018 Download
পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন পরীক্ষার সিলেবাস অফিসিয়াল নোটিশ তাদের ওয়েবসাইটে প্রকাশিত করেছে। এই নোটিশ অনুযায়ী WB Food & Supplies SI Exam 2018 এর পরীক্ষা কবে মোট 100 নাম্বারের এবং প্রশ্ন হবে MCQ type-এর। পরীক্ষার জন্য মোট বরাদ্দ সময় দেড় ঘন্টা (দুপুর 1 টা থেকে দুপুর আড়াই টা পর্যন্ত) । নিচেই পরীক্ষার বিস্তারিত সিলেবাস দেয়া হলো।
পরীক্ষার নাম | WBPSC Food & Supplies Sub Inspector |
মোট শূন্যপদ | ৯৫৭ টি |
পরীক্ষা পদ্ধতি | OMR শীটের মাধ্যমে |
মোট নাম্বার ও প্রশ্ন সংখ্যা | ১০০ |
মোট বরাদ্দ সময় | ১ ঘণ্টা ৩০ মিনিট |
প্রশ্ন পত্রের ভাষা | ইংরেজি (English) |
নেগেটিভ মার্কিং | প্রতিটি ভুল উত্তরের জন্য 0.25 নাম্বার |
পরীক্ষার তারিখ | 27 শে জানুয়ারি 2019 |
প্রশ্নপত্রের ধরন
WB Food Supply Sub Inspector Exam 2018 লিখিত পরীক্ষায় মোট 100 নাম্বারের এবং প্রতিটি প্রশ্নের মান 1। লিখিত পরীক্ষার জন্য অর্থ বরাদ্দ সময় 1 ঘন্টা 30 মিনিট। লিখিত পরীক্ষায় নেগেটিভ মার্কিং হয়েছে এবং প্রতিটি ভুল উত্তরের জন্য 0.25 নাম্বার কেটে নেয়া হবে। পরীক্ষার OMR শিটে।
প্রশ্নপত্রে দুটি বিভাগ থাকবে, Part-1 ও Part-2 এবং প্রতিটি বিভাগে 50 টি করে প্রশ্ন থাকবে। প্রথম বিভাগে থাকবে General Studies এবং দ্বিতীয় বিভাগে থাকবে Arithmetic. বেশিরভাগ প্রশ্নই মাধ্যমিক স্তর থেকে হবে। নিচে সেই সমস্ত বিষয় গুলি আলোচনা করা হল যেখান থেকে West Bengal Food Supply Sub Inspector Exam 2018 পরীক্ষার প্রশ্ন আসতে পারে।
General Studies Syllabus
|
|
Arithmetic Syllabus
|
|
Download Syllabus, এই সম্পূর্ণ সিলেবাসটি বাংলায় ডাউনলোড করার জন্য এখানে ক্লিক করুন।
West Bengal Food Supply Sub Inspector পদের জন্য বিস্তারিত সিলেবাস উপরে আলোচনা করা হলো। এই পদের জন্য প্রার্থী বাছাই করবে দুটি ধাপ এর মাধ্যমে প্রথমটি হলো লিখিত পরীক্ষা এবং দ্বিতীয় টি হল পার্সোনালিটি টেস্ট। যে সমস্ত প্রার্থী লিখিত পরীক্ষায় পাস করবে তারাই কেবল মাত্র পরবর্তী ধাপের জন্য যোগ্য।
Question Paper, Download West Bengal Food Sub Inspector Exam Previous Year Question Paper.
সুতরাং ভালো করে প্রস্তুতি নেওয়ার জন্য এখন থেকে বিভিন্ন বই প্র্যাকটিস করতে হবে। এছাড়াও খুব শীঘ্রই আমরা WBPSC Food & Supplies Sub Inspector Recruitment Exam 2018 পরীক্ষার অনলাইন মক টেস্ট ও নমুনা প্রশ্নপত্র আমাদের ওয়েবসাইটে প্রকাশ করবো।
এই পরীক্ষাসংক্রান্ত তোমাদের যদি কোন রকম প্রশ্ন থাকে তাহলে নিচের কমেন্ট বক্সে আমাদের জিজ্ঞাসা করতে পারো, আমরা তোমাকে সাহায্য করার চেষ্টা করবো।
Sir west Bengal ar questions ki Bangla te habe.
Hello Subhasis, WBPSC Food SI Exam question paper medium will be English.
Sir questin peper ki benglate hobe na english e
Hello Sitaram, WBPSC Food SI Exam Question Paper medium will be English.
Sir exam jonno ki vabe preparation nibo ar kon books follow korbe please bolben.
Hello Mrinal, you can follow class WB IX and X Mathematics books for the numerical part of the question paper. Follow various Magazine like Karmakhetra, Jibika Dishari etc. Buy any books available in the market and start practicing.You can use Monoroma Year Book for the GK portion.
Sir,how to manage all question’s answer quickly?
Hello Khademul, at first try to answer all the questions, which answers you know. It can easily save your time. Then try to Mathematics Probelms, which are easy and can be solved with less effort.
Exam Kobe hote pare?
Hello Kartic, WBPSC not published any information about the exam date. But we can expect the WBPSC Food Sub Inspector Exam 2018 will be held on November 2018.
Kono book Jodi na kini exam Er jonno Thaola ki vaba exam preparation Kora jbe…
SIR KON BOOKS VALO HOBE R PREVIOUS PAPERS ER PDF DILE BHLO HTO
Hello Anup, we already published the previous WBPSC Food Exam Question Paper, Click Here to Download. For practice purpose, you can follow various newspapers and magazines, like- Karmakhetra, Jibika Dishari, Kharmasangsathan etc. Follow class 9 and 10 math book for the arithmetic part.
Questin ke englisha porba
Hello Sir, Question Paper English er sathe Bengali to thakbe ?
Hello Sudipto, Question Paper medium will be English only.
Sir, kon kon books ai exam er jonno best hobe ?
Hello sir,
Sir could you please provide me the complete syllabus.
Hello Vivek, West Bengal Public Service Commission (WBPSC) not published any complete syllabus for WB Food SI Exam 2018. They just published a structure, which is mentioned on the above post.
Sir, question Paper english or Bengali kon sa hoga…
Hello Surajit, according to the previous year questions papers, the question paper medium will be English.
Sir, ai exam er janno kon writer er boi sob theke hobe..?
Hello Balaram, for Arithmetic Section practice Madhyamik Level Mathematics Textbooks. For General Studies section, follow various Magazine (Karmakhetra, Jibika Dishari etc) and Current affairs books.
Hello sir, amr date of birth 14-09-2000.. Ami ki exam e boste pari???
Hello Subarna, you cannot apply for this Exam. Read carefully the eligibility criteria.